You dont have javascript enabled! Please enable it!

ঢাকা জেলায় সমন্বয় কমিটির গেরিলা বাহিনীর বিরাট সাফল্য

আগরতলা, ২৪ জুলাই বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে যে, গত ১৫ জুলাই ঢাকা জেলার রায়পুরা থানার আশুগঞ্জ থেকে একদল পাক সেনা যখন বেলাবাে যাচ্ছিল সেই সময় সমন্বয় কমিটির এক গেরিলা বাহিনী অতর্কিতে সেই লঞ্চটি আক্রমণ করে। ঐ লঞ্চে আনুমানিক ১৩৮ জন সৈন্য ছিল। গেরিলা বাহিনীর এই আক্রমণে ৪/৫ জন সৈন্য কোনাে প্রকারে আত্মরক্ষা করতে সমর্থ হয়। বাকি সৈন্যরা নিহত হয় এবং গেরিলা বাহিনী লঞ্চটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সমর্থ হয়।
ঐ অঞ্চলের মনােহরদীতে যখন একদল পাক সেনা নরসিংদি থেকে মার্চ করে গ্রাম আক্রমণ করতে আসছিল সেই সময় সমন্বয় কমিটির অপর একটি গেরিলা বাহিনী অতর্কিতে আক্রমণ চালিয়ে ৫/৬ জনকে নিহত করে এবং বহু সংখ্যককে আহত করে।
এই দুটি যুদ্ধে গেরিলা বাহিনীর ৩ জন মাত্র প্রাণ হারান। সমন্বয় কমিটির গেরিলা বাহিনীর এই বিরাট সাফল্যে স্থানীয় অধিবাসীদের মধ্যে গভীর আস্থার ভাব পরিলক্ষিত হয়।

সূত্র: দেশের ডাক
৩০ জুলাই, ১৯৭১
১৩ শ্রাবণ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!