You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ শরণার্থীদের জন্য কমিউনিস্ট কর্মীদের সাহায্য সংগ্রহ

কলকাতা, ২৫ জুলাই বাঙলাদেশ শরণার্থীদের সাহায্যকল্পে আজ সকালে এন্টালপার্ক সার্কাস আঞ্চলিক কমিটির নেতৃত্ব এন্টালী অঞ্চলে সাহায্য সংগ্রহ অনুষ্ঠিত হয়। এই সংগ্রহ অভিযানে নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা ডাঃ গণি, ৬৭ নং ওয়ার্ডের পৌরাপত্য শ্রীশচীন্দ্র বেণু ধর ও কমিউনিস্ট পার্টির কলকাতা জেলা সম্পাদক শ্রী অজয় দাশ গুপ্ত। সাহায্য সংগ্রহ অনুষ্ঠানে সময় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। আজ মােট ১৯২ টাকা ও শরণার্থীদের জন্য বস্ত্রাদি তি হয়েছে।

সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১