ঢাকা বিশ্ববিদ্যালয় খােলার জন্য পাক হুমকি পাক সরকার ১৫ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার ভােলার জন্য বিশ্ববিদ্যালয় কাউনসিলকে হুমকি দিয়েছেন। এই খবর সীমান্তের ওপার থেকে পাওয়া গিয়েছে।
এ আদেশ মানা না হলে ফল খুব খারাপ হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্ৰী আবু সৈয়দ চৌধুরী এখন লন্ডনে। তাঁকে বাংলাদেশ সরকার রাষ্ট্রপুঞ্জে তাদের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন।
ইউ এন আই। ১৮ মে ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা