You dont have javascript enabled! Please enable it! 1971.05.16 | ১৬ মে-বাংলাদেশে মুক্তি ফৌজের বিরুদ্ধে সংগ্রাম | আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

বালুচ সৈন্যদের কাফেরমারার নির্দেশ কৃষ্ণনগর, ১৬ মেবাংলাদেশে মুক্তি ফৌজের বিরুদ্ধে সংগ্রামরত পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর বালুচ সৈন্যদের বােঝানাে হয়েছে যেতাদের হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং কাফেরদের খতম করতে হবে। কারণ কাফেররা ইসলামের পবিত্র ভূমি আক্রমণ করেছে।

মুক্তি ফৌজের গেরিলাদের হাতে আটক জন বালুচ সৈন্যের স্বীকারােক্তিতে কথা জানা গিয়েছে। ফরিদপুর জেলায় মুক্তি ফৌজের একটি শিবিরে বালুচ সৈন্যরা গত ১৩ মে স্বীকারােক্তি করে তাদের প্রাণভিক্ষা চায়। তারা আরও বলে যেবাংলাদেশে বেপরােয়া গণহত্যা অত্যাচারের জন্য পানজাবী সামরিক অফিসাররাই দায়ী।

ফরিদপুরের জন তরুণ গেরিলা বাংলাদেশের সীমান্তে খবর জানান। তারা বিশেষ বার্তা নিয়ে স্থানে এসেছিলেন। তারা আরও জানান যে জন বালুচ সৈন্যকে হত্যা করা হয়নি, বন্দী করে রাখা হয়েছে।

পি টি আই। ১৭ মে৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা