You dont have javascript enabled! Please enable it! 1971.09.05 | গণহত্যার ফলেই দলে দলে শরণার্থী ভারতে আসছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

গণহত্যার ফলেই দলে দলে শরণার্থী ভারতে আসছে

কোয়ুম, ৪ সেপ্টেম্বর (ইউ এন আই)- পাক ফৌজ বাঙলাদেশে যে অবাধ গণহত্যা চালাচ্ছে তার ফলেই দলে দলে মানুষ বাস্তুভিটার মায়া ত্যাগ করে ভারতের মাটিতে আশ্রয় নিচ্ছে। ওয়ার্ল্ড খ্রীষ্টান পীস কনফারেনসের ভাইস প্রেসিডেন্ট ডঃ হারবার্ট মােচালাক্সিকে পূর্ব-ভারতের কয়েকটি শরণার্থী শিবিরে পরিদর্শনের পর আজ এক সাংবাদিক সম্মেলনে উপরােক্ত মর্মে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশী পাকিস্তানের সামরিক জুন্টার হাত থেকে স্বাধীনতা এইবার সম্পূর্ণ নৈতিক অধিকার নিশ্চয় বাঙলাদেশের মানুষের রয়েছে। শ্রীমােচলাস্কি সাংবাদিকদের জানান বাঙলাদেশের সমস্যা নিয়ে তিনি শান্তি সম্মেলনেও পশ্চিম জার্মান সরকারের কাছে রিপাের্ট পেশ করেন এবং তার সরকার যাতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্ষেত্রে সম্পর্ক বর্জন করেন তার জন্যও অনুরােধ জানাবেন। এখানকার শরণার্থী শিবির গুলির সুব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করে শ্রীমােচালস্কি বলেন,এই ব্যাপারে বিশ্বের সমস্ত জাতির উচিত এই ভার বহনের জন্য এগিয়ে আসা। ভারতের সােভিয়েত চুক্তির কথা উল্লেখ করে শ্রীমােচলাস্কি বলেন এই চুক্তির ফলে পাকিস্তানের পক্ষে ভারতকে আক্রমণ করা আর সম্ভব হবে
হাঙ্গেরীর ডঃ কোরলীটথ ওয়ার্ল্ড পাস কনফারেনসের এসােসিয়েট জেনারেল সেক্রেটারি বলেন বাঙলাদেশের মুক্তির সগ্রাম সম্পর্কে তার দেশের জনমত খুবই অনুকূল।

সূত্র: কালান্তর, ৫.৯.১৯৭১