রাজ্যে শরণার্থী সংখ্যা প্রায় সাড়ে ৬৩ লক্ষ
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৪ সেপ্টেম্বর- গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বাঙলাদেশ থেকে শরণার্থী এসেছেন ৬৩,৪৮,৩৯২ জন। এর মধ্যে ৪৩,৭৭,৩৫২ জন শিবিরে ও অন্যরা আত্মীয় বন্ধু-বান্ধবদের সঙ্গে আছেন। জেলার অধিবাসীদের সংখ্যার আনুপাতিক হার হিসাবে পশ্চিম দিনাজপুর জেলায় শরণার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এ জেলার লােক সংখ্যা ১৮,৪৬,২১৫ আর শরণার্থী সংখ্যা ১৬,৮৯,২৯২ জন। ২৪ পরগনার বনগাঁ, বারাসত ও বসিরহাট মহকুমায় শরনার্থী সংখ্যা ১৭,০৪,৩৭৯ জন আর সমগ্র জেলায় লােকসংখ্যা ৮৫,৮১,৭৪৩ জন। নদীয়া জেলায় ঐ সংখ্যা যথাক্রমে ৯,১৬,৭৫৩ ও ২২,২৯,০২২ জন। কোচবিহারে সংখ্যা হল৭,৩৪,১২৯ও ১৪,২২,১৪৮ জন, জলপাই গুড়িতে ৫,২২,৯৩৩ ও ১৭,৫২,১৭১ জন। মুর্শিদাবাদ ও মালদহে শরণার্থী সংখ্যা যথাক্রমে ৩,৮০,৭৭০ ও ৩,৭১,৫৪২ জন।জেলা দুটির লােক সংখ্যা হল যথাক্রমে ২৯,৪২,১২৫ ও ১৬,১৪ ৫৭০ জন। এছাড়া দার্জিলিং, বর্ধমান ও হুগলীতে সংখ্যা যথাক্রমে ১৮,৪৯৫; ৯২৮৯; ও ৮১০ জন।
সূত্র: কালান্তর,৫.৯.১৯৭১