You dont have javascript enabled! Please enable it!

পূর্ববঙ্গে জাতিসংঘ ‘রিলিফ বাহিনীর অপকর্ম

জাতিসংঘ, ২ সেপ্টেম্বর- পূর্ববঙ্গে জাতিসংঘের যে “শরণার্থী রিলিফ” বাহিনী পাঠানাে হচ্ছে, তারা অত্যাচারিত বাঙালীদের রিলিফ দিচ্ছে না পরন্ত পশ্চিম পাকিস্তানী জেনারেলদের নড়বড়ে শাসনকে চাঙ্গা করার কাজেই লিপ্ত রয়েছে।
গত ২৮ আগস্ট ‘নিউ ইয়র্ক টাইমস’ এ প্রকাশিত এক পত্রে মিস এলাইস টার্নার উপরােক্ত মন্তব্য ছাড়াও আরও বলেছেন, পূর্ববঙ্গে জাতিসংঘ বাহিনী পাকিস্তানী কর্তৃপক্ষকেই সাহায্য করবে এবং তা জাতিসংঘের বেনামীতে করা হবে।
জাতিসংঘ ভারতীয় মিশিন এই পত্রটি সদস্যদের মধ্যে বিলি করায় সেক্রেটারি জেনারেল “মর্মাহত হয়েছেন বলে একজন জাতিসংঘ মুখপত্র বলেছেন। সংবাদটি পাঠিয়েছে এ-পি।

সূত্র: কালান্তর, ৩.৯.১৯৭১