You dont have javascript enabled! Please enable it! 1971.09.02 | শরণার্থীদের সাহায্যকল্পে বার্মিংহামে বাঙ্গালীদের ১ লক্ষ ১৭ হাজার টাকা দান | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের সাহায্যকল্পে বার্মিংহামে বাঙ্গালীদের ১ লক্ষ ১৭ হাজার টাকা দান

নয়াদিল্লী, ১ সেপ্টেম্বর (ইউএনআই) বার্মিংহামের বাঙলাদেশ সংগ্রাম কমিটি বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যকল্পে প্রধানমন্ত্রী শ্রীমতি গান্ধীর নিকট ১ লক্ষ ১৭ হাজার টাকার একটি চেক প্রেরণ করেছেন।
বার্মিংহামে বসবাসকালী বাঙলাদেশের ছাত্র, শ্রমিক এবং ছােট ছােট ব্যবসায়ীদের দ্বারা উক্ত কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটি কয়েকদিন পূর্বে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শ্রীআপ্পা পন্থের নিকট উক্ত চেকটি অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানে কমিটির সভাপতি এই দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন যে, বাঙালী সমাজ বাঙলাদেশ প্রজাতন্ত্রের স্বাধীনতার জন্য সগ্রাম করবেন। আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা ভ্রাতা ভগিনী, সন্তান-সন্ততি নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে, আহত ও নিহত হয়েছে। তবে সমগ্র বাঙালী জাতিকে হত্যা করা যাবে না বলে তিনি বলেন। তিনি লক্ষ লক্ষ শরণার্থীদের ভার গ্রহণ করেছেন বলে ভারত সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: কালান্তর, ২.৯.১৯৭১