You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী শিবিরে কর্মরত স্বেচ্ছাসেবকদের সরকারী নিয়ােগ দাবি
(নিজস্ব সংবাদদাতা)

হাবড়া, ১১ সেপ্টেম্বর হাবড়া থানায় মে মাস থেকে প্রায় এক লক্ষ শরণার্থী আসেন। স্থানীয় প্রায় ১২০০ স্বেচ্ছাসেবক বানীপুর, মসলন্দপুর, পায়রাগাছ ও গােবরডাঙ্গায় শিবির সংগঠিত করে পরিচালনা করে। এই স্বেচ্ছাসেবকদেরই শিবিরগুলিতে সরকারী নিয়ােগের দাবিতে শিবিরগুলিতে সংগঠক মুক্তিযুদ্ধ সহায়ক সমিতি আন্দোলন করছিল। সরকারী কর্তৃপক্ষ এই স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকেই নিয়ােগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন সরকার টান-বাহানা করছে ও কিছু সংখ্যক বাইরের লােক নিয়ােগের চেষ্টা করছে।
স্থানীয়ভাবে এই সরকারী অপচেষ্টার বিরুদ্ধে সহায়ক সমিতি আন্দোলন গড়ে তুলেছে। সহায়ক সমিতির অন্যতম কমিউনিস্ট পার্টি আন্দোলন করছে। সম্প্রতি বি, ডি, ও অফিসেও গণ- ডেপুটেশন নিয়ে যায় ও বিক্ষোভ জানায়। সংগঠন কংগ্রেসের নেতৃত্বে বি, ডি, ও অফিস পর্যায়ক্রমিক অনশন চলছে।

সূত্র: কালান্তর,১২.৯.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!