You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | কলেরা ও অন্যান্য রােগে এ পর্যন্ত ৬ হাজার ৮ শত শরণার্থী মারা গেছেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

কলেরা ও অন্যান্য রােগে এ পর্যন্ত ৬ হাজার ৮ শত শরণার্থী মারা গেছেন

(স্টাফ রিপাের্টার)

কলকাতা,২৪ সেপ্টেম্বর (ইউ এন আই)- কলেরা মহামারীতে এই পর্যন্ত ছয় হাজার ১১০ জন বাঙলাদেশের শরণার্থী মারা গিয়েছেন। পশ্চিমবাঙলার অবস্থা বর্তমানে আয়ত্বাধীন হলেও, মেঘালয়ে নতুন করে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারী শ্রী পি মুখ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের এ কথা জানান। শ্রীমুখ্যোপাধ্যায় বলেন, কলেরা ও অন্যান্য রােগে ৬ হাজার ৮ শত ১৪ জন মারা গিয়েছেন। পশ্চিমবাঙলায় এই মুত্যর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৮ শত ৩৭ জন। তিনি জানান বাঙলাদেশ থেকে এই পর্যন্ত ৮৯ লক্ষ ৬২ হাজার শরণার্থী ভারতবর্ষে এসেছেন।এর মধ্যে ৬৮ লক্ষ ২২ হাজার শরণার্থী পশ্চিমবাঙলায় ১৩ লক্ষ ২৯ হাজার ত্রিপুরায় ৫ লক্ষ ৩৮ হাজার মেঘালয়ে, ২ লক্ষ ৬৪ হাজার আসামে, নয় হাজার শরণার্থী বাঙলাদেশ থেকে বিহারে এসেছেন। আসাম এবং মেঘালয় শরণার্থী শিবিরগুলিতে বর্তমানে ব্যাপক মহামারী দেখা দিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে মেঘালয় এবং আসামে মহামারী প্রতিষেধক ঔষধ পাঠানাে হয়েছে বলে শ্রীমুখ্যোপাধ্যায় উল্লেখ করেন। শিবিরগুলিতে দেড় লক্ষ শিশু অপুষ্টিজনিত রােগে আক্রান্ত হয়েছে, সরকার শিশু, প্রসূতি নারী, রুগ্ন মায়েদের জন্য ত্রাণ কার্যের সহযােগী হিসেবে এক পুষ্টি কার্যক্রম গ্রহণ করেছেন। এই কার্যক্রমের ফলে ১৩ লক্ষ শরণার্থী উপকৃত হবেন। এই কার্যক্রমের জন্য ১০০ টি কেন্দ্র খােলা হবে, এর মধ্যে পশ্চিম বাঙলায় ৭০টি ও ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে ৩০ টি কেন্দ্র খােলা হবে।

সূত্র: কালান্তর,২৬.৯.১৯৭১