You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তান স্বীকার করছে

দুই পরিষদের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে। নয়াদিল্লি, মেপাক সৈন্যরা যে, পাকিস্তান জাতীয় পরিষদ পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যকে খুন করেছে সরকারনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এসােসিয়েটেড প্রেস অব পাকিস্তান আজ তা কবুল করে। | পাবনা রাজশাহী থেকে সংবাদ সংস্থার সংবাদদাতারা জানিয়েছেন ; যেসব লােককে নিশ্চিহ্ন করা হয়েছে তাদের মধ্যে আছেন, জাতীয় পরিষদের সদস্য শ্রী আমজাদ হােসেন আলহাজ রইসউদ্দীন আহমেদ এবং প্রাদেশিক পরিষদের শ্ৰী আসিনউদ্দীন ডাঃ এস হক।

পাক সামরিক কর্তৃপক্ষ পাবনার সংবাদদাতাকে বিভিন্ন অঞ্চল ঘুরিয়ে দেখান। তিনি বলেন, শ্রী আসিনউদ্দীন শ্রী আমজাদ হােসেনকে খুন করার পর তাদের বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। | রাজশাহীর সংবাদদাতা জানিয়েছেনএকটি সামরিক ঘাতক দল আরও অনেকের সঙ্গে শ্ৰী আহমেদ

ডাঃ হককে গুলি করে মারে।

পাবনার খবরে আরও বলা হয়, গত দু মাস সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়নি। তারা এখন ধারদেনা করে কস্টেসৃষ্টে বেঁচে আছেন। রেশন দোকান কেরােসিনের দোকানের সামনে সব সময় দেখা যায় লম্বা কিউ এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কেবলমাত্র অত্যাবশ্যক সংস্থাগুলিকে।

ইউ এন আই মে৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!