বাঙলাদেশ শরণার্থীদের জন্য রাশিয়ার সাহায্য
নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর রাশিয়ার বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের জন্য ৫০০০ হাজার টন কেরােসিন তেল, ৮০,০০০ বর্গমিটার কম্বল, ১০০০ টন কাঁচা তুলা এবং ১০০০ টন তেল দান করেছে। শীঘ্রই এগুলাে সরবরাহ দেওয়া হবে।
সূত্র: কালান্তর,২৪.৯.১৯৭১