You dont have javascript enabled! Please enable it! 1971.08.01 | দুর্নীতিবাজ এসডিও দীঘলের শাসনে শরণার্থী শিবির না মৃত্যুপুরী | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

দুর্নীতিবাজ এসডিও দীঘলের শাসনে শরণার্থী শিবির না মৃত্যুপুরী

সেলেমা, ৪ আগস্ট- গত ১৫ দিনে ডলুছড়া শরণার্থী শিবিরে বিভিন্ন রােগে ও অনাহারে ২৩ জন শরণার্থী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২০ জন রক্ত আমাশয় এবং ৩ জন জ্বরে ভুগে। এছাড়া সেলেমা অঞ্চলের সিঙ্গিনালা পশ্চিম ও সিঙ্গিনালা পূর্ব শরণার্থী শিবিরে প্রতিদিন ৩/৪ জন শরণার্থী মারা যাচ্ছেন। নেই ডাক্তার, নেই ওষুধ, নেই পথ্য। মহকুমা শাসক রঞ্জিত, দীঘল এই মহকুমার শরণার্থী শিবিরের হর্তাকর্তা। তার শাসনে শরণার্থীদের শ্মশানে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। দীঘল সাহেব আর কত জনকে শ্মশানে পাঠাবেন?
* * *
বিলােনিয়া ৪ আগস্ট- শান্তুর হাট বিরলা শরণার্থী শিবির। শরণার্থীর সংখ্যা আড়াই হাজার। শরণার্থীদের দেওয়া হচ্ছে পচা আটা। এর প্রতিবাদ করলে ক্যাম্প সুপারভাইজার শাসান, তােমাদের নিমন্ত্রণ করে আনা হয়নি। ওষুধ নেই, ডাক্তার নেই, প্রতিদিন বিভিন্ন রােগে ২/৩ জন শরণার্থী মৃত্যু অবধারিত। শ্মশানের আগুন নিভছে না। এই হচ্ছে জনদরদী সিংহ সরকারের আমলাদের শরণার্থী সেবার নমুনা।

সূত্র: দেশের ডাক
০১ আগস্ট, ১৯৭১
২৭ শ্রাবণ, ১৩৭৮