You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | বাঙলাদেশ শরণার্থীদের সাহায্য বৃদ্ধির দাবিতে অষ্ট্রেলিয়ায় অনশন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ শরণার্থীদের সাহায্য বৃদ্ধির দাবিতে অষ্ট্রেলিয়ায় অনশন

মেলবাের্ণ, ১৯ সেপ্টেম্বর (ইউ এন আই)- লাখাে লাখাে বাঙলাদেশের শরণার্থীদের জন্য সরকারী সাহায্যের পরিমাণ বৃদ্ধির দাবিতে দুই অষ্ট্রেলিয়ার নাগরিক গত ছয় দিন ধরে মেলবাের্ণ কেন্দ্রীয় পােষ্ট অফিসের সিড়িতে অনশন করছেন। সংবাদ ডি পি এর । অনশব্রতীরা এতদিন ধরে পথচারীদের কাছ থেকে ২ হাজার ডলার সংগ্রহ করেছেন। উল্লেখযােগ্য সম্প্রতি চারশাে জন অষ্ট্রেলিয় বুদ্ধিজীবি এবং রাজনৈতিক নেতা বাংলাদেশ সংকটে অষ্ট্রেলিয়া সরকারের মনােভাব পরিবর্তনের দাবি জানিয়েছেন।

সূত্র: কালান্তর,২০.৯.১৯৭১