You dont have javascript enabled! Please enable it!

৫০টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের যুক্ত ইশতেহারে
বাঙলাদেশ শরণার্থী সমস্যায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি

জাতিসংঘ (নিউইয়র্ক), ১ অক্টোবর (এ পি)- ৫০টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের গতকাল এ যুক্ত ইশতেহারে বাঙলাদেশ শরণার্থী সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেন। জাতিসংঘের ২৬ তম অধিবেশনের পূর্বে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রতিনিধিরা ইশতেহারটি প্রস্তুত করেন। সংশ্লিষ্ট পররাষ্ট্রমন্ত্রীরা কেবল তা অনুমােদন করেন। যুক্ত ইশতেহারে বাঙলাদেশ সম্পর্কিত অনুচ্ছেদে বলা হয়, “আন্তর্জাতিক সীমা অতিক্রম করে বহু লােক ভারতে ঢুকে পড়ায় এক অভূতপূর্ব অবস্থার মানবিক সমস্যা উদ্ভূত হয়েছে”। বিপুল সংখ্যক শরণার্থী স্রোত ভারতের উপর বিরাট বােঝা হয়ে দাঁড়িয়েছে। এই স্রোত এখনও অব্যাহত। ফলে শরণার্থী আক্রমণ বন্ধ করার জন্য আবিলম্বে কার্যকর ব্যবস্থা অবলম্বনের প্রয়ােজন হয়ে পড়েছে। শুধু তাই নয় শরণার্থীদের মধ্যে আস্থার ভাব এনে এবং তাদের অনস্বীকার্য স্বীকার করে নিরাপদে দ্রুত নিজভূমি ফেরার উপযােগী পরিস্থিতি সৃষ্টি করতে হবে”।…

সূত্র: কালান্তর, ২.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!