You dont have javascript enabled! Please enable it!

শীতের মাসগুলিতে প্রধান সমস্যা শরণার্থীদের জন্য শীতবস্ত্র

নয়াদিল্লী,৩০ সেপ্টেম্বর (ইউ এন আই)- শীতের আগমনের সময় বাঙলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীকে পশমের শীত বস্ত্র দিতে শরণার্থী শিবির পরিচালনারত কর্তৃপক্ষ এক প্রধান সমস্যার সম্মুখীন হবেন। দিল্লী থেকে সংবাপত্র প্রতিনিধিদের একটি দল সমপ্রতি পশ্চিম বঙ্গের নদীয়া ও পশ্চিম দিনাজপুরের একাধিক শিবির পরিদর্শন করে রাজধানী ফিরে গেছেন। এরা কোন একজন শরণার্থীর পরণে একটির বেশী বস্ত্র দেখেন নি এবং সেই বস্ত্রের অবস্থাও সঙ্গীন। বহু শিশুর পরণে কিছুই ছিল না। শরণার্থীদের মধ্যে কারােরই পশমের শীত বস্ত্র নেই। কর্তৃপক্ষের সামনে অপর সমস্যা শরণার্থী শিশুদের মধ্যে ব্যাপক অপুষ্টি। শিবিরে কার্যকর চিকিৎসার সঙ্গে জড়িত বিভিন্ন স্বেচ্ছাসেবীর বক্তব্য অনুসারে, অপুষ্টির কারণবশতঃ ১৫ লক্ষ শরণার্থী শিশু বিভিন্ন রােগে আক্রান্ত।

সূত্র: কালান্তর, ১.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!