ঢাকা এখনও মৃত নগরী
তুষার পণ্ডিত আগরতলা, ১ মে–ঢাকা এখনও এক মৃত নগরী হয়ে পড়ে রয়েছে। যদিও সৈন্যরা ধ্বংসস্তুপ সরিয়ে শহরের পূর্বে পশ্চিমে ইসলামাবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে উঠেছে, কিন্তু কোথাও স্বাভাবিক জীবনযাত্রার কোনাে লক্ষণ নেই। | বাংলা দৈনিকপত্র পূর্বদেশ’-এর একজন রিপাের্টার এখানে এসেছেন। তাঁর কাছে এই সংবাদ, লুটতরাজ অগ্নিসংযােগ ও নারীধর্ষণ দৈনিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সামরিক কর্তৃপক্ষ কঠোরভাবে কারফিউ জারি করছেন। শাস্তির ভয়েও সরকারী কর্মচারীরা কাজে যােগ দিচ্ছেন না। | ঢাকার অবাঙালী অধিবাসীরা দলে দলে শহর ছেড়ে চলে যাচ্ছে। মুক্তিফৌজের গেরিলাদের তৎপরতা বৃদ্ধি পাওয়াই সম্ভবত এর কারণ তাছাড়া ঢাকার সমস্ত বাজার ও দোকানপাট পাখতুন সৈন্যেরা ধ্বংস করে দিয়েছে। এই ফলে খাদ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে।
২ মে ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা