You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘ ভারতে আগত শরণার্থীদের সাহায্যের জন্য আবেদন জানাবে

নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর (ইউ এন আই)- শরণার্থীদের জন্য জাতিসংঘের হাই কমিশনার প্রিন্স সদরউদ্দিন ভারতে আগত পূর্ববঙ্গ শরণার্থীদের সাহায্যে দু’একদিনের মধ্যেই বিশ্ববাসীর নিকট নতুন করে আবেদন জানাবেন। পূর্ববঙ্গের শরণার্থীদের জন্য প্রতিনিধি শ্ৰীটমাস জেমাইসন আজ এখানে উপরােক্ত তথ্য জানান।
এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দেবার সময় শ্রীটমাস বলেন যে, বিশ্ববাসীর সাহায্য ছাড়া বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে শরণার্থীদের জন্য সাহায্য কর্মসূচি’ কার্যকর করা সম্ভব নয়। শ্ৰীটমাস আরও জানান যে, জাতিসংঘের সেক্রেটারী জেনারেল শ্রীউ থানটের আবেদনক্রমে পূর্ববঙ্গ শরণার্থীদের জন্য যে সাহায্য সংগৃহীত হয়েছে তার পরিমান ১১ কোটি ৪০ লক্ষ ডলার। সম্পর্কে শ্ৰীটমাস আরও জানান যে, গত মে মাসে যখন শ্রীথান্ট আবেদন করেছিলেন তখন ভারতের পক্ষ থেকে পূর্ববঙ্গ শরণার্থীদের জন্য ৪০ কোটি ডলার সাহায্যের অনুরােধ জানানাে হয়েছিল।সে সময় ভারতের আগত শরণার্থীদের সংখ্যা ছিল প্রায় ৬০ লক্ষ। এখন সে সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। তদনুসারে শ্রীজেমাইসন ৬০ কোটি ডলার সাহায্যের আবেদন জানানাে প্রয়ােজন বলে মনে করেন।

সূত্র: কালান্তর,২৮.৯.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!