শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে ভারত কোনও বাধা সৃষ্টি করেনি
– বৃটিশ হাইকমিশনার
কৃষ্ণনগর, ১৫ অক্টোবর (ইউএনআই) শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে ভারত বাধা দিচ্ছে বলে পাকিস্তান যে অভিযােগ করেছে ভারতে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার টি আই পারভে সেই অভিযােগ অস্বীকার করেছেন।
নদীয়ার তিনটি শরণার্থী শিবির পরিদর্শন করার পর সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে স্যার পারভে বলেন, শরণার্থীদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথে ভারত কোন বাধাই সৃষ্টি করে নি।
বাঙলাদেশ শরণার্থীদের সঙ্গে কথাবার্তা বলার পর হাই কমিশনারের ধারণা হয়েছে যে, পূর্ব বাঙলায় স্বাভাবিক অবস্থা ফিরে এলেই শরণার্থীরা সেখানে চলে যেতে ইচ্ছুক। তবে শরণার্থীদের স্বদেশে ফেরার পর তাদের নিরাপত্তা সম্পর্কে কেউই গ্যারেন্টী দিতে পারে না বলে তিনি জানান।
সূত্র: কালান্তর, ১৬.১০.১৯৭১