You dont have javascript enabled! Please enable it!

ত্রিপুরায় পাক সেনাদের বুলেটে ২ জন শরণার্থী মহিলা নিহত

আগরতলা, ৯ অক্টোবর (ইউ এন আই) গত ৫ অক্টোবর বাঙলাদেশের ২ জন শরণার্থী মহিলা পশ্চিম ত্রিপুরার নাগরগ্রামে পাক বুলেটের আঘাতে নিহত হয়। সীমান্তের ওপার থেকে পাক সেনারা উপরােক্ত গ্রামে গুলি বর্ষণ করতে থাকে। ফলে এই দুর্ঘটনা ঘটে থাকে। গত ৬ অক্টোবর আগরতলা শহরের উপকণ্ঠে লঙ্কামুরা ও জয়নগরে পাক সামরিক বাহিনী সীমান্তের ওপার থেকে মর্টার, রাইফেল ও হালকা মেশিনগানের গােলাবর্ষণ করে। ৬ অক্টোবরে ভারতের অভ্যন্তরে পশ্চিম ত্রিপুরার সিধাই গ্রামে পাক-সেনাদের গােলাগুলি এসে পড়তে থাকে।

সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!