You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযােদ্ধা ও শরণার্থীদের জন্য শীতের পােষাক প্রয়ােজন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৯ অক্টোবর- আসন্ন শীতের পরিপ্রেক্ষিতে বাঙলাদেশের মুক্তিযােদ্ধা ও শরণার্থীদের জন্য গরম পােষাক সাহায্য করার জন্য ভারতে বাঙলাদেশ হাই কমিশনের প্রধান জনাব এম, হােসেন আলি আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি বলেন, এই সাহায্য কেবল মাত্র বাঙলাদেশের জন্যই নয়, এ সাহায্য সামগ্রিকভাবে মানবতা ও মুক্তিযুদ্ধের প্রতি সাহায্য। জনাব আলি সাহায্য ৯ সার্কাস এভিনিউতে বাঙলাদেশ হাই কমিশনে পাঠাতে বলেছিলেন।

সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!