You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের খাদ্য পরিবহনে ইউনিসেফর ট্রাক-জীপ
(স্টাফ রিপাের্টার)

কলকাতা ৭ অক্টোবর শরণার্থীদের ত্রাণের কাজে ব্যবহারের জন্য প্রস্তাবিত সাড়ে ৪শ ট্রাকের মধ্যে ১৯০টি ট্রাক ইউনিসেফ পাঠিয়েছে। সঙ্গে আরও ৮৩ টি জীপ আছে।এগুলি আজই শরণার্থী শিবিরে খাদ্য পরিবহনের জন্য পাঠানাে হয়েছে। খাদ্য কর্পোরেশনের গুদাম থেকে শরণার্থী শিবিরে খাদ্য সামগ্রী ঐসব ট্রাকে নিয়ে যাওয়া হবে।এর ফলে যে সকল সেবা প্রতিষ্ঠান পরিচালিত শরণার্থী শিবিরে শরণার্থীদের খাদ্য থেকেই পরিবহনের খরচ মেটানাে হতাে, সেখানে শরণার্থীরা এখন থেকে পুরাে বরাদ্দ খাদ্য পাবেন।

হিসাব নিকাশের প্রস্তাব
শরণার্থী শিবিরের ব্যয় সম্পর্কে হিসাবনিকাশের জন্য ৫টি “আডিট পার্টি” গঠন করার জন্য রাজ্যপালের কাছে প্রস্তাব করা হয়েছে। একজন অ্যাকাউন্টস অফিসার ও ২ জন অ্যাকাউন্ট্যান্ট নিয়ে ঐ “আডিট পার্টি” গঠিত হবে।

সূত্র: কালান্তর, ৮.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!