You dont have javascript enabled! Please enable it!

‘বাঙলাদেশ’ মুক্তিসংগ্রামের সমর্থনে জনসভা
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৪ এপ্রিল— আজ আর, এস, পি নেতা শ্ৰীত্রিদিব চৌধুরী এক জনসভায় বাঙলাদেশ’ এর মুক্তিসংগ্রামকে সর্বতাে প্রকারে সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ সহায়তা সংগঠন গড়ার আহ্বান জানান।
শ্রী চৌধুরী অবশ্য তার নিজের দলের উদ্যোগে গঠিত “বাঙলাদেশ মুক্তিযুদ্ধ সহায়তা সমিতি”-র মঞ্চ থেকে ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রীকে সভাপতি করে যে কেন্দ্রীয় “বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি” গঠিত হয়েছে তাতে আর এসপি নেতারা যােগ না দিয়ে এমন একটি সহায়তা সমিতি গড়েছেন যাতে আর এস পি মনােভাবাপন্ন নয় এমন কোন দলে সভা নেই।
সভায় অন্যান্য ব্যক্তিদের মধ্যে সহায়তা সমিতির সাধারণ সম্পাদক ড: বুদ্ধদেব ভট্টাচার্য, সর্বশ্রী দ্বিজেন্দ্রলার সেনগুপ্ত এম পি, নিখিল দাস প্রমুখ ছিলেন।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১