শরণার্থী শিশুদের অপুষ্টি থেকে উদ্ধারের জন্য সরকারের বিশেষ কার্যক্রম
নয়াদিল্লী, ২ অক্টোবর (ইউ এন আই)- বাঙলাদেশ থেকে আগত শরণার্থী শিশুদের অপুষ্টিজনিত রােগ থেকে উদ্ধার করার জন্য সরকার একটি বিশেষ কার্যসূচী গ্রহণ করেছেন। আনুমানিক প্রায় ৩০ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছেন। এই কাৰ্যসূচী অনুযায়ী আট বছরের কমবয়সী শিশুদের এবং সন্তানসম্ভবা মহিলাদের পুষ্টির অতিরিক্ত খাদ্য সরবরাহ করা হবে। এক হাজারটি এই খাদ্য বিতরণ কেন্দ্র খােলা হবে সিদ্ধান্ত করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে যে সব শিশু অপুষ্টিজনিত রােগে আক্রান্ত হয়েছে তাদের জন্য পাঁচশটি চিকৎসা কেন্দ্র খােলা হবে।
সূত্র: কালান্তর, ৪.১০.১৯৭১