You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে একটি যুগােশ্লাভ সংগঠন

নয়াদিল্লী, ১৪ এপ্রিল (ইউএনআই)- যুগােশ্লাভ শান্তি স্বাধীনতা ও সাম্য লীগ বাঙলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ঘােষণা করেছে।
বেলগ্রেড থেকে সংস্থা একটি বিবৃতিতে বলেছে, সামরিক শক্তি প্রয়ােগ করে এ সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না। যুগােশ্লাভ সংস্থাটি উল্লেখ করেছে সামরিক শক্তি প্রয়ােগের মধ্যে আরাে গুরুতর বিপদের চিহ্ন রয়েছে যা থেকে পৃথিবীর ঐ অঞ্চলের শান্তি বিঘ্নিত হতে পারে।
বিবৃতিতে আরাে বলা হয়েছে, পূর্ব বাঙলায় উদ্ভূত পরিস্থিতি বিশ্বের গভীর উদ্বেগের বিষয়।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!