৯ ডিসেম্বর বাঙলাদেশে থেকে আগত মােট শরণার্থীর সংখ্যা ৯৮ লক্ষ
নয়াদিল্লী, ৯ ডিসেম্বর বাঙলাদেশে থেকে আগত মােট শরণার্থীর সংখ্যা ৯৮ লক্ষ। গত মাস পর্যন্ত এদের জন্য ব্যয় হয়েছে ১৯০ কোটি টাকা। আগামী মার্চ মাস পর্যন্ত এরা এখানে অবস্থান করলে ব্যয় হবে ৫২৫ কোটি টাকা। আজ সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানাে হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে আরও জানা যায় যে, ত্রিপুরা রাজ্য ও সীমান্তবর্তী বহু শহরের লােক সংখ্যার চেয়ে সেখানে আগত শরণার্থীর সংখ্যা বেশী। শিবিরে আগত মােট শরণার্থীর সংখ্যা ৬৭ লক্ষ।
এদিকে বাজেট বরাদ্দ ২৬০ কোটি টাকা, বাড়তি কর ১০০ কোটি টাকা, দ্রব্যসামগ্রী ও নগদে মােট বৈদেশিক সাহায্য ৭৭ কোটি ৬০ লক্ষ টাকা, মােট প্রতিশ্রুতি বৈদেশিক সাহায্য ১৮৭ কোটি টাকা রয়েছে।
শরণার্থীদের জন্য মোেট শিবিরের সংখ্যা ৮৯৬টি, নিযুক্ত ডাক্তার ৮০০ জন, আধা চিকিৎসা কর্মী ২১০০ জন। এছাড়া শিশু ও নারীদের জন্য অপুষ্টি নিরাময় কেন্দ্রের সংখ্যা ২৫০০টি বিদ্যালয় ভবন খালি করতে হয়েছে এর ফলে ৫ লক্ষ ছাত্র-ছাত্রী ক্ষগ্রিস্ত হচ্ছে বলে ঐ প্রেসনােটে জানানাে হয়েছে।
সূত্র: কালান্তর, ১০.১২.১৯৭১