You dont have javascript enabled! Please enable it!

পি আরএর নাম বদল, নয়াদিল্লি, ২৮ এপ্রিলপাকজঙ্গী শাসকচক্র কর্তৃক নিযুক্ত পূর্বে বাংলার গভর্নর ইস্ট পাকিস্তান রাইফেলসএর নাম বদলে ইস্ট পাকিস্তান সিভিল আরমড ফোরস রেখেছেন। আজ সকালে রেডিও পাকিস্তান এই খবর দিয়েছে।

কেন এই নাম বদল? এর কোন কারণ দেখানাে হয়নি। গত এপ্রিল থেকে এই নতুন নাম চালু হয়েছে বলে জানানাে হয়েছে।

কুমিল্লার জেলাশাসক ছাড়া পেয়েছেন আগরতলা, ২৮ এপ্রিলকুমিল্লার জেলাশাসককে পাকসেনা ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এঁকে পাকসেনারা গ্রেফতার করে ময়নামতী ক্যানটনমেন্টে নিয়ে গিয়েছিল। | মার্চের শেষ সপ্তাহে জেলাশাসকের সঙ্গে পুলিশ সুপারিনটেনডেন্টকেও নিয়ে যাওয়া হয়। তবে তাঁর ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

ইউ এন আই

২৯ এপ্রিল৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা