You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | বাংলাদেশে দু'হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে দুহাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস

অমিয়দেব রায় আগরতলা, ২৬ এপ্রিলহানাদার পাক সৈন্য গত চার সপ্তাহে বাংলা দেশে দুই হাজার কোটি টাকা মূল্যের সরকারী বেসরকারী সম্পত্তি ধ্বংস করেছে এটি হলাে প্রাথমিক হিসাব। | সীমান্ত অঞ্চলে পাওয়া এই খবরে আরও জানা যায়, বর্বর পাক সৈন্যের হাতে পর্যন্ত পাঁচ লাখ বাঙ্গালী নিহত হয়েছেন। আর ৩০ লাখ লােক হয়েছেন গৃহহারা। | জঙ্গীশাহীর অত্যাচারে দুই কোটিরও বেশিগ্রামবাসীসাংঘাতিক ক্ষতিগ্রস্ত, পাঁচ হাজার গ্রাম ভষ্মীভূত এবং একশটি বাণিজ্য কেন্দ্র পঞ্চাশটি দোকান ধ্বংস হয়েছে। | ছাড়া কামানের গােলায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিল্পোন্নয়ন প্রকল্প শিল্পকেন্দ্র বিনষ্ট হয়েছে। পাক সৈন্যের তাণ্ডবের পর জেলা মহকুমার সদর দফতরগুলি এখন জনশূন্যপ্রায়।

দুদিন আগের বিত্তশালী ব্যক্তিটি আজ হয়েছেন নিঃস্ব, পথের ভিখারী। ইয়াহিয়ার রাজত্বে এখন জ্ঞানী, বিজ্ঞানী শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কোন স্থান নেই। তারা আজ প্রাণ বাঁচাতে প্রিয় জন্মভূমি ছেড়ে ভিখারির মত সপরিবারে পালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে ধরা পড়ে অনেকে আবার খুন হচ্ছেন।

২৭ এপ্রিল৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা