রেশনের বদলে বুলেট জলপাইগুড়ি, ২৬ এপ্রিল–গতকাল বাংলাদেশের পঞ্চগড় শহরে প্রায় এক শ’ নিরীহ লােককে পাক ফৌজ নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। ওদের বলা হয়েছিল, তােমাদের রেশন দেওয়া হবে। ক্ষুধার্ত ওরা। তাই ছুটে এসেছিল হাতে থলি নিয়ে। দাঁড়িয়েছিল ‘কিউ‘ দিয়ে। কিন্তু রেশন ওদের জোটেনি। জুটেছে মেসিনগানের গুলি, প্রায় এক শ‘ ব্যক্তি ওখানে প্রাণ হারায়। আজ এখানে জনৈক প্রত্যক্ষদর্শী এই খবরটি দেন। | আওয়ামী লীগের একজন মুখপাত্র জানান, নীলফামারির তেঙ্গরখার গ্রামে মুক্তি ফৌজের হাতে ১১ জন সমাজবিরােধী ধরা পড়ে। এরা পাক ফৌজকে সাহায্য করছিল। ধৃত সমাজবিরােধীদের কোরট মারশাল করে শাস্তি দেওয়া হয়েছে। ঢাকায় চীনা সামরিক অফিসারদেরও ঘােরাফেরা করতে দেখা যাচ্ছে বলে একজন উদ্বাস্তু জানান।
ইউ এন আই।
২৭ এপ্রিল ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা