You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের জনতার ঐতিহাসিক সংগ্রাম জয়যুক্ত হােক কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের বিবৃতি
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৭ মার্চ ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে, “গণতন্ত্র ও স্বাধিকার রক্ষার জন্য পাকিস্তানের সামরিক শাসকচক্রের নিষ্ঠুর আক্রমণের বিরুদ্ধে “বাঙলাদেশ” এর সমগ্র জনগণের মরণপণ সংগ্রামের প্রতি আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা ও সমর্থন জ্ঞাপন করছি। বাঙলাদেশের জনতার এই ঐতিহাসিক সংগ্রাম জয়যুক্ত হােক।”
বিবৃতি আরাে বলা হয়েছে : নব্বই ভাগ মানুষ তাদের ভােটের মাধ্যমে পাকিস্তানের মধ্যে পূর্ববাঙলার পূর্ণ স্বায়ত্তশাসনের পক্ষে মত প্রকাশ করেছে এবং শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছে।

সূত্র: কালান্তর, ২৮.৩.১৯৭১