পাকিস্তানের ব্যাপারে বৃটেন নাক গলাবে না
—হীথ
এডিনবার্গ (স্কটল্যাণ্ড), ২৭ মার্চ (এপি) পাকিস্তানের সংঘর্ষে নিজেকে জড়িয়ে ফেলার কোন পরিকল্পনা নাকি বৃটেনের নেই। কনজারভেটিভ দলের সভায় প্রশ্নোত্তরকালে বৃটিশ প্রধানমন্ত্রী শ্রী এডওয়ার্ড হীথ আজ এ কথা জানিয়েছেন।
শ্রীহীথ বলেন, পাকিস্তান একটি পরিপূর্ণ সার্বভৌম রাষ্ট্র এবং কমনওয়েলথের সদস্য দেশ। সে দেশের আভ্যন্তরীণ হানাহানিতে আমাদের সকলেরই নিশ্চয়ই দুঃখিত হওয়া উচিত। তিনি আশা করেন সেদেশে শিগগিরই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এর বেশি তিনি কিছু বলেন নি।
সূত্র: কালান্তর, ২৮.৩.১৯৭১