You dont have javascript enabled! Please enable it!

বাঙলা দেশের মুক্তি সংগ্রামের সমর্থনে ৩১ মার্চ সাধারণ ধর্মঘট
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির ডাকঃ রক্ত, চিকিৎসা ও রিলিফ সংগঠিত করুন

(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৭ মার্চ – “বাঙলা দেশের”-এর জনগণের মুক্তি-সংগ্রামের সমর্থনে পশ্চিমবঙ্গে আগামী ৩১ মার্চ সাধারণ ধর্মঘটের আহ্বান আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কো-অডিনেশন কমিটি দিয়েছে।
এই কো-অডিনেশন কমিটির মধ্যে রয়েছে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা। ধর্মগটের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন : মহম্মদ ইলিয়াস (বি-পি-টি-ইউ-সি), ফটিক ঘােষ (ইউ-টি-ইউ-সি লেনিন সরণী) বিমল ব্যানার্জি (এইচ-এম-এস), শৈলেন দে (টি-ইউ-কো- অডিনেশন কমিটি), ভজন দাশগুপ্ত (এইচ-এম-এস) ও সতীন রায় চৌধুরী (এইচ-এস-সি)।
বিবৃতিতে বলা হয়েছে যে, পাকিস্তানের সামরিক শাসকচক্রের “বর্বর সন্ত্রাসের বিরুদ্ধে বাঙলাদেশের ভাইদের বীরত্বপূর্ণ স্বাধিকার সংগ্রামের প্রতি ভারত তথা পশ্চিমবঙ্গের জনগণ “পূর্ণ-সংহতি জ্ঞাপন করছে। | বাঙলাদেশের ভ্রাতা ও ভগিনীর যে এক গণতান্ত্রিক সার্বভৌম ব্যবস্থার জন্য জীবন-মরণ সংগ্রাম করছেন তার পাশে ভারতের শ্রমিকশ্রেণির সংহতভাবে দাঁড়াবার আবেদন জানিয়ে বিবৃতিতে তাঁদের জন্য রক্তদান, চিকিৎসা ও অন্যান্য রিলিফ সগ্রহের ডাক দেওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ২৮.৩.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!