You dont have javascript enabled! Please enable it!

পূর্ব পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার লক্ষ্য রাখছে

নয়াদিল্লী, ১১ মার্চ (ইউএনআই)- পূর্ব পাকিস্তানের রক্তক্ষয়ী যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার লক্ষ্য রাখছে। যাইহোেক ভারত সরকার সমস্ত দিক বিবেচনা করে সীমান্তরক্ষা জোরদার করবে বলে ওয়াকিবহাল মনে করছে।
জানা গেল, পূর্ব পাকিস্তানে সামরিক আইন বলবৎ করার পেছনে সামরিক বাহিনীর ‘বিচক্ষণ’রা রয়েছে। এরা ইয়াহিয়াকে প্রভাবিত করে। এদের দলের প্রধানদের মধ্যে পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক . টিক্কা খান অন্যতম বলে বিশেষজ্ঞরা মনে করেন।
নির্ভরযােগ্য মহলের সংবাদ হলাে, আলােচনার অজুহাতে, ১১ দিনের সময়ে আকাশ ও জলপথে ইয়াহিয়া পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে প্রচুর সৈন্য অস্ত্রশস্ত্র আমদানি করেন।

সূত্র: কালান্তর, ২৭.৩.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!