You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রীর রেল ভাড়া লাগবে

নয়াদিল্লী, ২৪ অক্টোবর (ইউএনআই) বাঙলাদেশ শরণার্থীদের জন্য যে কোন প্রান্ত থেকে প্রেরিত সাহায্য ভারতীয় রেলওয়ে বিনা ভাড়ায় বাঙলাদেশ সহায়ক কমিটির কলকাতা অফিসে পৌঁছে দেবে। কমিটির জনৈক মুখপাত্র আজ একথা জানিয়ে বলেন, কমিটির শিল্প মালিক সাবকমিটি ইতােমধ্যে শরণার্থীদের জন্য ১,৫৬,৬৮,৯৬০ টাকা সংগ্রহ করেছে এবং এ বছরের মধ্যেই আরও দশ লাখ টাকা সংগ্রহ করবে।

সূত্র: কালান্তর, ২১.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!