You dont have javascript enabled! Please enable it!

৩১ মার্চের বাঙলা বন্দুকে সফল করুন
– এস ইউ সি

কলকাতা, ২৮ মার্চ (সংবাদদাতা) এস ইউসি’র পশ্চিমবঙ্গ রাজা কমিটির সম্পাদক শ্রী নীহার মুখার্জি ৩১ মার্চের প্রস্তাবিত বাঙলা বন্দকে সমর্থন জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে শ্রী মুখার্জি বাংলাদেশ’-এর মুক্তিযােদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে বাঙলা বন্দুকে সাফল্যমণ্ডিত করে তুলতে পশ্চিম বঙ্গবাসীদের কাছে আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে ভারত সরকারকে অবিলম্বে মুক্তিযযাদ্ধাদের প্রয়ােজনীয় সাহায্যদানের আবেদনও তিনি জানিয়েছেন।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিবৃতি
বাঙলাদেশের সংগ্রামী মানুষের স্বাধিকার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে সমিতি সাধারণ সম্পাদক শ্রীসুধাংশু পাল বাঙলাদেশের আন্দোলনের সমর্থনে সমস্ত গণসংগঠনকে এক যােগে বাঙলাবন্দ’ পালনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১