বাঙলাদেশ শরণার্থী শিশুদের জন্য ২০টি পুষ্টি চিকিৎসা কেন্দ্র
নয়াদিল্লী, ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গে আগত বাঙলাদেশ শরণার্থী শিশুদের মধ্যে অপুষ্টি রােগের সমস্যা মােকাবিলার জন্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ১০০টি পুষ্টি চিকিৎসাকেন্দ্র স্থাপন করছেন। এর মধ্যে ২৩টি কেন্দ্র দিন দশেকের মধ্যেই চালু হবে বলে আশা করা যায়। এজন্যে মহীশূর থেকে ৪৭ জন চিকিৎসকের একটি দল ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছেন। প্রস্তাবিত ২৩টি কেন্দ্রের মধ্যে পশ্চিম দিনাজপুরে ৭টি, মালদায় ৫টি, নদীয়ায় ৪টি, মুর্শিদাবাদে ৪টি এবং ২৪ পরগনায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে।
এই সব কেন্দ্রে দুস্থ অপুষ্টি রােগাক্রান্ত শিশুদের প্রয়ােজনীয় চিকিৎসা করা হবে।
এই প্রকল্প দ্রুত রূপায়নের জন্যে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। সমগ্র প্রকল্পটি রূপায়ণে (খাদ্য বাদে) ৩ কোটি টাকারও বেশি ব্যয় হবে।
সূত্র: কালান্তর, ১৮.১০.১৯৭১