You dont have javascript enabled! Please enable it!

হােসেন আলীর বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন
(সংবাদদাতা)

কলকাতা, ৩১ অক্টোবর- গতকাল প্রবল বর্ষণের মধ্যে কলকাতাস্থ বাঙলাদেশের হাইকমিশনার জনাব এম, হােসেন আলি ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। কলকাতাস্থ সিন্ধিয়া স্টীম নেভিকেশন কোম্পানি কর্তৃক পরিচালিত শরণার্থী শিবিরটি তিনি প্রথম পরিদর্শন করেন। মৈত্রবাগান, কুলীন পাড়া, ইলতিয়া প্রভৃতি অঞ্চলে রাজ্য সরকার কর্তৃক পরিচালিত শরণার্থী শিবিরগুলিও তারা…

সূত্র: কালান্তর, ১.১১.১৯৭১