You dont have javascript enabled! Please enable it!

৮ নভেম্বরের মধ্যে শরণার্থীদের নাম নথিভুক্ত করতে হবে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৩০ অক্টোবর রাজ্যে “পূর্ববঙ্গ থেকে আগত সকল শরণার্থীকে ৮ নভেম্বরের মধ্যেই বৈদেশিক আইন অনুযায়ী অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে। যারা ক্যাম্পে আছেন তারা ক্যাম্প মেণ্ডেন্টদের কাছে এবং যারা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে রয়েছে তারা নিকটবর্তী পুলিস স্টেশনে নিজের নাম নথিভুক্ত করবেন। রাজ্যসরকার আজ এক প্রেস নােটে একথা বলেছেন।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১