You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের কাছে পাক প্রেসিডেন্টের নতুন আবেদন

নয়াদিল্লী, ৩০ অক্টোবর (ইউএনআই) পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খা আজ বাঙলাদেশ শরণার্থীদের কাছে স্বদেশে ফিরে আসার জন্য আবার নতুন করে আবেদন জানিয়েছেন। পাক প্রেসিডেন্ট এমন এক সময়ে এই আবেদন জানালেন যখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বৃটিশ নেতাদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলােচনা শুরু করেছেন।
রাওয়ালপিণ্ডিতে বিবৃতির আকারে প্রেসিডেন্টের আবেদন রেডিও পাকিস্তান প্রচার করেছে।
আবেদনে জেনারেল ইয়াহিয়া খা বলেছেন, “হিন্দু-মুসলমান বা অন্য যে কোনও সম্প্রদায়ের পাকিস্তানী নাগরিক যারা সাম্প্রতিক গােলযােগের জন্য পূর্ব পাকিস্তান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তারা এখন আনন্দের সঙ্গে তাদের গৃহে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারেন।” জেনারেল সাহেব অবশ্য তার আবেদনে যথারীতি ভারতের বিরুদ্ধে বিষােধগার করেছেন।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১