You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | বেশি রিলিফ দিতে কনসাের্টিয়াম রাজি- অবশ্য জাতিসংঘ রিলিফ কমিশনারই হবেন মাধ্যম | কালান্তর - সংগ্রামের নোটবুক

বেশি রিলিফ দিতে কনসাের্টিয়াম রাজি
অবশ্য জাতিসংঘ রিলিফ কমিশনারই হবেন মাধ্যম

প্যারিস, ২৭ অক্টোবর (ইউএনআই ডি পি এ জানাচ্ছে, ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য আগ্রহশীল দেশ ও সংস্থাগুলির কনসাের্টিয়াম গতকাল সর্বসম্মতিতে স্বীকার করেছে যে, শরণার্থীদের আগমনের ফলে ভারতের কাঁধে যে বাড়তি বােঝা পড়েছে তা দূর করতে হবে।
বিশ্বব্যাংকের উদ্যোগে আয়ােজিত এই বৈঠকে পূর্ববঙ্গ থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থী, যাদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, তাদের রিলিফ দেবার জন্য ভারতের ৫২৫ কোটি টাকা লাগবে বলে অনুমান করা হয়েছে।
প্রতিনিধিরা অবশ্য দাবি করেছেন যে, জাতিসংঘ রিলিফ কমিশনারকেই সেই বাড়তি রিলিফ সগ্রহের জন্য প্রয়াস চালিয়ে যেতে হবে।
‘কালান্তর’ সংবাদদাতার মতে, সাদা কথায়, এসব দেশ থেকে যা আসবে বা আসতে পারে তা আসবে কেবল জাতিসংঘ রিলিফ কমিশনারের মাধ্যমে। ভারত সরকারের হাতে রিলিফ তুলে দিতে এসব মহল এখনও পর্যন্ত মােটামুটিভাবে নারাজ এমন মনে করার যথেষ্ট কারণ আছে।
বৈঠকে অস্ট্রিয়া, বেলজিয়াম, বৃটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ভারত, ইতালি, জাপান, হল্যাণ্ড, ভারত, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও মার্কিন প্রভাবিত ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল’ জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম, জাতিসংঘ রিলিফ কমিশনার, ইউনিসেফ প্রমুখ সংস্থার প্রতিনিধিরাও যােগ দিয়েছিলেন।

সূত্র: কালান্তর, ২৮.১০.১৯৭১