You dont have javascript enabled! Please enable it!

কলেরা প্রভূত রােগে এ পর্যন্ত ৭.৩৮ জন শরণার্থীর মৃত্যু

নয়াদিল্লী, ২২ নভেম্বর (ইউএনআই) আজ লােকসভায় লিখিত এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী শ্রী এ, কে কিস্কু জানান যে, বিভিন্ন ক্যাম্পে এ পর্যন্ত ৭০৩৮ জন বাঙলাদেশী শরণার্থী কলেরা, নিউমােনিয়া, গ্যাসট্রিক প্রভৃতি রােগে মারা গেছে।

সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!