১৬ জানুয়ারী ১৯৭২ঃ গুরুত্বপূর্ণ নিয়োগ ও বদলী
সরকার তোফায়েল আহমেদ এমসিএকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত করেছেন। ওয়াপদার চেয়ারম্যান বিএম আব্বাস এটি কে প্রধানমন্ত্রীর বন্যা নিয়ন্ত্রন উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। রফিকুল্লাহ চৌধুরীকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়েছে। সাংবাদিক এবিএম মুসাকে বিটিভি এর পরিচালক এবং বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক আস্রাফুজ্জামান খানকে বেতারের পরিচালক নিয়োগ করা হয়েছে। প্রাক্তন সাংবাদিক আব্দুল ওয়াহাবকে দৈনিক মর্নিং নিউজের প্রশাসক ও ব্যবস্থাপনা সম্পাদক নিযুক্ত করা হয়েছে। কলকাতা বাংলাদেশ মিশনের প্রধান এম হোসেন আলীকে তথ্য ও বেতার সচিব,প্রবাসী সরকারের অর্থ সচিব আসাদুজ্জামানকে শিল্প সচিব, সাবেক আইজিপি তসলীম উদ্দিনকে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে।,জনাব মাহবুবুল আলম কে প্রেস সেক্রেটারি এবং আমিনুল হক বাদশাহ কে সহকারী প্রেস সেক্রেটারি, জনাব মোঃ হাসেম কে জনসংযোগ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। জনাব মহিউদ্দিন এবং সাবেক গভর্নর এর পিএস এম ডি রোজারিও কে প্রধানমন্ত্রী শেখ মুজিবের পিএস নিয়োগ দেয়া হয়েছে। মোহাম্মদ হানিফকে প্রধানমন্ত্রী শেখ মুজিবের এপিএস নিয়োগ দেয়া হয়েছে ।