১৬ জানুয়ারী ১৯৭২ঃ বাস্তহারাদের উদ্দেশে শেখ মুজিব
শেখ মুজিবুর রহমান তার সরকারী বাসভবনের সামনে আয়োজিত এক বাস্তহারা সমাবেশে বলেছেন বাস্তহারাদের ঢাকার একটি নির্দিষ্ট পুনর্বাসন অঞ্চলে পুনর্বাসিত করা হবে। তিনি সমিতির কর্মকর্তাদের বাস্তহারাদের একটি তালিকা করে তার কাছে জমা দিতে বলেছেন। এ সভায় তিনি জনগনের উদ্দেশে বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। তিনি বলেন একটি মুক্ত দেশের নাগরিক হিসেবে সকলকে অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। তিনি বলেন সরকার দেশের আইন অনুযায়ী দোষী বেক্তিদের বিচার করবে। পরে তিনি মুক্তিযুদ্ধকালীন শহীদের আত্মার শান্তি কামনায় বাস্তহারাদের সাথে মোনাজাত করেন। এ সময়ে তার সাথে ছিলেন পর রাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মোমেন,বদরুন্নেসা আহমেদ এমসিএ এবং কর্নেল ওসমানী।