১৬ জানুয়ারী ১৯৭২ঃ বাসাবোর জনসভায় তাজউদ্দিন আহমেদ
জাতীয় শোক দিবস উপলক্ষে খিলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ বলেন ৭ মার্চ ভাষণের আগে ইয়াহিয়া শেখ মুজিবের কাছে প্রতিনিধি প্রেরন করে বলেছিলেন তাকে ৬ দফার চেয়ে বেশী কিছু দেয়া হবে তখনি আমরা বুঝে গিয়েছিলাম কি হতে যাচ্ছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিনের দেশপ্রেমের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আমরা যখন দেশের প্রতিটি নাগরিকের জন্য অন্য বস্র চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে পারব তখনি মুক্তিযোদ্ধাদেরপ্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে। পাকিস্তানীরা আমাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু তারা জানত না শেখ মুজিব বাঙ্গালীদের একটি প্রতিষ্ঠিত জাতি হিসাবে গড়ে তুলেছিলেন ফলে তারা আমাদের সাথে আর পারেনি। তিনি বলেন ৭ মার্চের বক্তৃতা ছিল আমাদের ঐতিহাসিক নির্দেশ। তিনি বলেন কতক বৃহৎ শক্তি আমাদের দুটি পথের একটি বেছে নিতে বলেছিল একটি স্বাধীনতা অপরটি বঙ্গবন্ধু। আমরা বলেছিলাম আমাদের দুটোই প্রয়োজন আমরা দুটোই পেয়েছি।