You dont have javascript enabled! Please enable it! ঢাকা প্ল্যাটফরম জুড়ে এক ইঞ্চি পুরু রক্ত - সংগ্রামের নোটবুক

ঢাকা প্ল্যাটফরম জুড়ে এক ইঞ্চি পুরু রক্ত গৌহাটি, ২১ এপ্রিল-ঢাকা থেকে কয়েকদিন ধরে হেঁটে ২৬ মার্চ রাত্রির পৈশাচিক ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এখানে এসে বলেছেন, পশ্চিম পাকিস্তানী সৈন্যদের হত্যাকান্ডের পর ঢাকা স্টেশনের প্ল্যাটফরমটি প্রায় এক ইঞ্চি পুরু মানুষের রক্তে জমাট বেঁধে থাকে। তিনি বলেন, নিহতদের বেশির ভাগই ছিলেন যাত্রী । প্ল্যাটফর্মে নিদ্রিত অবস্থায় তাঁদের মেশিনগানের গুলিতে হত্যা করা হয়।

২২ এপ্রিল ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা