You dont have javascript enabled! Please enable it! 1971.04.16 | চট্টগ্রামে ক্যাপ্টেনদের হুমকি - সংগ্রামের নোটবুক

মাল দরিয়ায় ফেলে দিয়ে চলে যাব

চট্টগ্রামে ক্যাপ্টেনদের হুমকি

| বিশেষ সংবাদদাতা নয়াদিল্লি, ১৫ এপ্রিল-এখন পৃথিবীর কোন দেশই পূর্ববঙ্গের চট্টগ্রাম বন্দরে পাঠাবার জন্য কোন মালপত্র নিচ্ছে না। কারণ সামুদ্রিক ভাষায় এখন চট্টগ্রামে “অচল অবস্থা।

এর অর্থ, চট্টগ্রাম বন্দরে বর্তমানে যে সমস্ত জাহাজ নােঙ্গর করে আছে তারা তাদের পণ্য খালাস করতে পারছে না। অবশ্য কোন কোন জাহাজের জিনিস যে খালাস হচ্ছে না তা নয়।

দিল্লিতে ওয়াকেফহাল মহলের খবর, পূর্ববঙ্গে যুদ্ধ বাধার সময় থেকে চট্টগ্রাম বন্দরে ও আশেপাশে ৪৫টি জাহাজ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এখনও ওরা মাল খালাস করতে পারে নি। এগুলির মধ্যে ১৮টি ডিঙ্গিসহ মারকিন পতাকা উড়িয়ে চারটি জাহাজ আছে।

চট্টগ্রাম বন্দরের এই অবস্থার কথা ওয়াশিংটনেও স্বীকৃত হয়েছে। আজ বােমবাইয়ে এক বক্তৃতায় ভারতে মারকিন রাষ্ট্রদূত শ্ৰীকীটিংও এই কথাই বলেন। | ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে অপেক্ষমান কয়েকটি জাহাজের ক্যাপ্টেনরা তাদের সমুদ্র-যাত্রা ‘নিষ্ফল হয়েছে বলে নাকি ঘােষণা করার ভয় দেখিয়েছেন। অর্থাৎ, তাঁরা জাহাজের মাল দরিয়ায় ফেলে দিয়ে অথবা কাছাকাছি কোন বন্দরে নামিয়ে দিয়ে পরবর্তী গন্তব্যস্থলে চলে যেতে পারেন। একটানা এতদিন বন্দরে অচল হয়ে পড়ে থাকায় অনেক জাহাজেরই জ্বালানিতে টান পড়েছে।

১৬ এপ্রিল ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা