You dont have javascript enabled! Please enable it!

ঢাকা বিমান বন্দর স্তব্ধ। নয়াদিল্লী, ৩০ মার্চআজ সন্ধ্যায় প্রায় ৬০ জন যুগেশ্লাভকে নিয়ে ভাড়া করা একটি বিশেষ বিমান ঢাকা থেকে দিল্লীতে পৌছেছে। আরােহীদের মধ্যে বেশির ভাগ হচ্ছেন চট্টগ্রাম বিমানবন্দরে নিযুক্ত টেকনিসিয়ানদের স্ত্রী ছেলেমেয়েরা।

যুগােশ্লাভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রীআলেকজান্ডার স্টামিক এদের দেশে নিয়ে যাবার জন্য বেলগ্রেড ঢাকায় গিয়ে ছিলেন। তিনি বলেন ঢাকা বিমান বন্দরে কোন যুদ্ধ তাঁর নজরে পড়েনি তিনি সব শান্ত দেখতে পান তবে ঢাকা বিমানবন্দরে বিমান চলাচল বিশেষ ছিল না। ঢাকায় একটানা তিনদিন আগুন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে স্বদেশের পথে একজন ফরাসীও এই সঙ্গে দিললি আসেন। তিনি বলেন ২৫ মার্চ সেনাবাহিনীর আক্রমণের তারিখ থেকে একনাগাড়ে তিনদিন তিনি ঢাকা শহরে আগুন জ্বালাতে দেখেছেন।

পিটিআই, ইউএনআই। ৩১ মার্চ৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!