You dont have javascript enabled! Please enable it! 1971.03.26 | রংপুর, চট্টগ্রাম, সঈদপুরে সেনাদের গুলিতে নিহত ১১০ - সংগ্রামের নোটবুক

রংপুর, চট্টগ্রাম, সঈদপুরে সেনাদের গুলিতে নিহত ১১০

পূর্ববাংলায় সন্ত্রাস : শনিবার সাধারণ ধর্মঘট ঢাকা ২৫ মার্চ-পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনী পূর্ব বাংলায় নতুন করে আবার সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। পূর্ব জেলার কয়েকটি জায়গায় সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গত দু’দিনে নিহত হয়েছেন ১১০ জন। আহত হয়েছেন দু’শরও বেশি। ইসটারন নিউজ এজেনসি আজ এখানে জানিয়েছেন, রংপুরে মারা গিয়েছেন ৪০ জন, সঈদপুরে ৫০ জন এবং চট্টগ্রামে ২০ জন।

আজ রাত্রে ঢাকা বেতার কেন্দ্রর খবর : নিরস্ত্র অসামরিক ব্যক্তিদের হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান সারা পূর্ব বাংলায় ২৭ মার্চ শনিবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি

ঘােষণা করেছেন, এই সন্ত্রাসজনক পরিস্থিতি মুখ বুজে সহ্য করা হবে না। প্রেঃ ইয়াহিয়া খানের কাছে তাঁর দাবি : নিরস্ত্র ব্যক্তিদের ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবিলম্বে তদন্তের আদেশ দিতে হবে ।

চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে অস্ত্রশস্ত্র ও গােলাবারুদ খালাস করতে ডক কর্মীরা অস্বীকার করেন। তাই সেনাবাহিনীর লােকেরা ওই জাহাজ থেকে মাল খালাস করতে গেলে হাজার হাজার লােক তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। জনসাধারণের দিক থেকে প্রতিরােধ এলে সেনাবাহিনীর বিনা প্ররােচনায় নিরস্ত্র লােকদের ওপর গুলি ছোড়ে।

রংপুরের ডেপুটি কমিশনার এই বলে অভিযােগ করেন যে, তাঁর সঙ্গে কোনরূপ পরামর্শ না করেই সেনাবাহিনী ওই এলাকার দায়িত্ব নিজেদের হাতে নিয়েছেন। এখানে অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বেতারে ডেপুটি কমিশনারের উক্তি উদ্ধৃত করে এই কথা বলা হয়।

বুধবার রংপুরের রাত ৭টা থেকে ২৪ ঘণ্টার কারফু জারি করা হয়। আজ বিকালে চার ঘণ্টার জন্য কারফু শিথিল করা হয়। আজ বিকাল ৫টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত কারফু পুনরায় বলবৎ করা হয়।

রংপুর জেলার সঈদপুর থেকে পাওয়া খবরে জানা যায়, এই হাঙ্গামায় সেনাবাহিনীর লােকেরাও হতাহত হয়েছে। সেনাবাহিনীর লােকেরাই বস্তুতপক্ষে এখানে বিনা প্ররােচনায় গুলি চালায়। আরও মজার কথা এই যেখানে রাজনৈতিক সংকট নিরসনের জন্য শেখ মুজিবর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খা ও অন্যান্য নেতাদের মধ্যে আলােচনা অব্যাহত, ঠিক সেই সময় এই ধরনের হাঙ্গামা ঘটেছে।

রংপুরে জনসাধারণ সামরিক বাহিনীর একটি গাড়িকে আক্রমণ করে। ফলে সেনাবাহিনীর কিছু সংখ্যক আহত হয়। বেতারে প্রচারিত খবরে বলা হয়, অন্তত ৫০টি বাড়িতে অগ্নিসংযােগ করা হয় এবং সেগুলি পুড়ে ছাই হয়ে যায় ।

গভীর ষড়যন্ত্র সঈদপুরের ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীতাজুদ্দিন আহমেদ বলেন, আমাদের দাবিদাওয়া সম্পর্কে শান্তি পূর্ণ মীমাংসার সমস্ত প্রয়াসকে বানচাল করে দেওয়াই এর উদ্দেশ্য। নিরস্ত্র জনতার উপর এই বর্বরােচিত আক্রমণ নিঃসন্দেহে শান্তিপূর্ণ আবহাওয়াকে ঘােলাটে করে তুলবে। শ্রীআহমেদ জনগণকে শত্রুপক্ষের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন এবং যে-কোন ধরনের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

শ্রীআহমেদ অবিলম্বে সেনা বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

সাদা পােশাকে সশস্ত্র একদল লােককে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার ফলেই এই ঘটনার উদ্ভব। বাধা পাওয়ার সঙ্গে সঙ্গে সশস্ত্র ব্যক্তিরা স্থানীয় অধিবাসীদের উপর গুলি চালায়। গুলিতে আহত চারজনকে রংপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

২৬ মার্চ ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা