You dont have javascript enabled! Please enable it!

বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত বরদাস্ত হবে না -মুজিবর

নয়াদিল্লী, ১৫ ফেব্রুয়ারি (ইউ এন আই) আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান আজ ঘােষণা করেছেন, বাংলাভাষা ও সংস্কৃতির অগ্রগতি ব্যাহত করার প্রচেষ্টা হলে তার ফল ভাল হবে না। ঢাকা বেতার ঘােষণায় এ সংবাদ জানা গেল।
ঢাকার বাংলা অ্যাকাডেমী আয়ােজিত বাংলাভাষা ও সংস্কৃতি পুনর্জাগরণ সপ্তাহ উদ্বোধনকালে রহমান উক্ত মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর দল ক্ষমতাসীন হলে বাংলা ভাষাকে সরকারী ভাষা করা হবে। বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিকল্পে উৎসর্গীকৃত শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, এঁদের বলিদান ব্যর্থ হবে না।

সূত্র: কালান্তর, ১৬.২.১৯৭১