১৫ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশকে বার্মার সাহায্য প্রতিশ্রুতি
ঢাকায় অবস্থানরত বার্মিজ কন্সাল জেনারেল উ আউং থেউ খাদ্য মন্ত্রী ফণীভূষণ মজুমদারের সাথে দেখা করেছেন। বাংলাদেশ সরকার বার্মার কাছে খাদ্য সহায়তা চাইলে বার্মা খাদ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ১৩ জানুয়ারী বার্মা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বার্মা বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় পাকিস্তান বার্মায় নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতকে পাকিস্তানে ডেকে পাঠিয়েছে।